মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার তিন উপজেলার সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি’র) আয়োজনে
শনিবার (২৩ জানুয়ারি) বিকালে জেলা সার্কিট হাউস অডিটোরিয়ামে ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে সমাপ্তি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জোহল আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি পৌরসভার মেয়র মোঃ লিয়াকত আলী তালুকদার, বিটিভি ও সূর্যালোক পত্রিকার সম্পাদক হেমায়েত হোসেন হিমু ও পিআইবি’র প্রশিক্ষক মোঃ জিলহজ উদ্দিন নিপুণ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এনটিভি ও কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম সবুজ।
অনুষ্ঠানের শেষাংশে তিন উপজেলা নলছিটি, রাজাপুর ও কাঠালিয়ার ৩৫ জন প্রশিক্ষণার্থী সাংবাদিকদের হাতে সার্টিফিকেট ও সম্মানি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জোহর আলী।