ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ঝালকাঠিতে উৎসব মুখর পরিবেশে রোটারি ক্লাবের আয়োজনে বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই বৃহস্পতিবার ঝালকাঠি সদর উপজেলার মানপ্াশা শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে জেলা রোটারি ক্লাবের সভাপতি মানিক হাওলাদারের সভাপতিতে এক সভা অনুষ্টিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জোহর আলী, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল হক (সার্বিক), সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সহকারি কমিশনার মাহমুদা হাসান। এসময় বক্তব্য রাখেন রোটারি ডা: আনোয়ার হোসেন, রোটারি ক্লাবের ঝালকাঠি জেলার প্রাক্তন সভাপতি পিপি জি এম মোর্শেদ,বিনয়কাঠি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।এ বৃক্ষরোপন কর্মসূচিতে অতিথিরা অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রায় ছয়শত দেশীয় ফলজ বৃক্ষ বিতরন করেন।