মোঃমনির হোসেন ঝালকাঠীঃঝালকাঠিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় শহরের মদন মোহন ঠাকুরের আখড়া থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)শোভাযাত্রাটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে শিল্পমন্ত্রী জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করেন। মদন মোহন ঠাকুরের আখড়ায় আলোচনা সভা, প্রসাদ বিতরণ, মঙ্গল শোভাযাত্রা ও উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ অংশ নেয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মদন মোহন ঠাকুরের আখড়ার সভাপতি অ্যাডভোকেট তপন কুমার সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।