ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জিনের ভয় দেখিয়ে প্রতারণায় ৪ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে ১১ ভরি সোনা নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের মামলায় ‘জিনের রানী’সহ একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ‘জিনের রানী’ আসিয়া খাতুন ও বাবা মন্নাফ সিকদার এবং ভাই কাওসার সিকদারকে গ্রেফতারের পর শুক্রবার (৩ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, জানায় পুলিশ।
রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের প্রয়াত স্কুল শিক্ষক মোকসেদ আলীর স্ত্রী আম্বিয়া খাতুন বাদি হয়ে একই পরিবারের ৫ জনের নামে বৃহস্পতিবার রাতে রাজাপুর থানায় এ মামলা করলে পুলিশ রাতেই ৩ আসামিকে গ্রেফতার করে। অপর দুই আসামী ফরিদ সিকদার ও ইব্রাহিম সিকদার জীনের রানী আসিয়া খাতুনের ভাই।
রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন মামলার উদ্ধৃতি দিয়ে জানান, একই গ্রামের আম্বিয়া খাতুনকে বিভিন্নভাবে জিনের ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় জিনের রানী হিসেবে এলাকায় পরিচিত আসিয়া খাতুন ৪ লাখ ২০ হাজার টাকা এবং সাড়ে ১১ ভরি সোনার গহনা হানিয়ে নেয়।
আসিয়া খাতুনের পরিবারের লোকজনকে জিনের মাধ্যমে পাগল বানিয়ে পথে নামানোরও ভয় দেখানো হয়। ওসি জানান, মামলার ৩ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকেও গ্রেফতারে অভিযান চলছে।