মো.মনির হোসেন,ঝালকাঠি:ঝালকাঠি জেলায় ভিক্ষুকদের পুর্নবাসনের জন্য জেলা প্রশাসক মো. হামিদুল হকের উদ্যেগে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিদের এক দিনের বেতন সোনালী ব্যাংক ঝালকাঠি শাখায় জমা দেওয়ার জন্য অনুরোধ করেছেন । পাশাপাশি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান সেচ্ছায় এ উদ্যেগে অংশগ্রহন করলে ,উক্ত ব্যাংক এ্যাকাউন্টে অর্থ জমা দিতে পারবেন। এ পযর্ন্ত জেলা প্রশাসন কর্তৃক সরকারি ভাবে জেলায় ৭৯১ জন ভিক্ষুকের তালিকা করেছে।এখনও তালিকায় যারা অর্ন্তভুক্ত হয়নি তাদের তালিকায় অর্šÍভুক্তির সুযোগ রয়েছে।আপনার এলাকার ভিক্ষুকদের অর্ন্তভুক্ত করতে পারবেন, আগ্রহীগন ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগের মাধ্যমে তালিকায় নাম অর্šÍভুক্ত করা যাবে।