ঝালকাঠি প্রতিনিধিঃ
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেয়াসহ তরুন উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রাম এর উদ্যেগে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। ২২ ফেব্রুয়ারী দুপুর পৌনে ৩ টার সময় শহরের পৌর-শিশু পার্কের উন্মুক্ত মঞ্চ (মেলা প্রাঙ্গন) থেকে প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মো.শহিদুজ্জামানের নেতৃত্বে ও জেলা প্রশাসক মো. হামিদুল হক এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে ৩ টায় একই স্থানে প্রধান অতিথি মেলার প্রবেশদ্ধারে ফিতা কাটেন মেলা প্রাঙ্গনে প্রবেশ করেন।একই সময় মুক্ত আকাশে শান্তির প্রতিক সাদা কবুতর ও নানা রংয়ের বেলুন উড়ানোর মধ্য দিয়ে মেলার উদ্ভোধন করেন। এবং মেলার কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষ্যে মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠীত হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়দুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.খান সাইফুল্লাহ পনির,সদর উপজেলা চেয়ারম্যান মো.সুলতান হোসেন খান,এডিসি সার্ভিক মো.সাইদুজ্জামান,কৃর্ষিকর্মকর্তা আবুবক্কর সিদ্দিক।আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা ইউনও আতাহার মিয়া।