মোঃ মনির হোসেন ঝালকাঠি:
ঝালকাঠি সদরের নলছিটি উপজেলার মগর ইউনিয়নে সোমবার বিকেলে কৃষি জমির মাটি কেটে ইট তৈরি করার অপরাধে এম এম ব্রিকস ও মুন ব্রিকস এর মালিককে নয় লক্ষ টাকা জরিমানা করেছেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশাসন ডা.মোহাম্মদ ইউসুফ আলী।
সূত্র জানায় কৃষি জমির মাটি কেটে দীর্ঘদিন ধরে ইট তৈরি এলাকার সীমানা অভ্যন্তরে ইটভাটা স্থাপন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫ এবং ৮ ধারায় দোষী সাব্যস্ত করে এম এম ব্রিকস এর মালিক বাকির মৃধা কে ৫ লক্ষ টাকা ও মুন ব্রিকস এর মালিক সাদ্দাম হোসেনকে ৪ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। আদালতকে জরিমান টাকা বুঝিয়ে দিয়ে অব্যাহতি পান তারা।

অন্যদিকে নলছিটি তিলক ব্রিকস ও কাঠালিয়ার কেএস ডি ব্রিকস, এমসিডি ব্রিকসের কর্তৃপক্ষ অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় । কাউকে না পেয়ে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত তিনটি ব্রিকস কে গুঁড়িয়ে দিয়েছে।

অভিযানের বিষয় বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম বাসেদ বলেন ইট ভাটার মালিকরা সরকারের আইন না মেনে কাজ করলে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *