ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি পাবলিক হরিসভা মিলনায়তনে মন্দিরের পুরহিত ও সেবাইতদের ৩ দিন ব্যাপি পুরহিতদের প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টায় হিন্দু কল্যান ট্রাস্টের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা চম্পা সেনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি বিপুল বিহারি হালদার প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কুরিয়ানা রবিন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ গোলাম কবির।প্রশিক্ষণের সমন্বয়কারী ছিলেন সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা আকাশ হিরা।প্রশিক্ষণে ৩০ জন অংশগ্রহন করে। গত ২৪ সেপ্টেম্বর সকালে ঝালকাঠি জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও ধর্মীয়গ্রন্থ শ্রী শ্রী গীতা উপহার দেয়া হয়।