মোঃমনির হোসেন ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নানা আয়োজনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ১৮মে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর তা একই স্থানে গিয়ে শেষ হয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন।
ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে অনুষ্ঠিত ‘তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক মান সংরক্ষণ’ শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন মাতুব্বর প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম সভাপতিত্বে সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ মানিক তথ্যপত্র উপস্থাপন করেন এবং বিটিসিএল এর সহকারী ব্যবস্থাপক সুভাষ চন্দ্র মন্ডল ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু আলোচনায় অংশ নেন। পরে প্রধান অতিথি রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন