ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন যুবলীগ নেতা ও মোটরসাইকেল চালক আঃরহিমের বাড়িতে ভিজিডির ৪ বস্তা চাউল পেয়ে জব্দ করে কুশঙ্গল ইউনিয়ন পরিষদের জিম্মায় প্রদান ও রহিমকে আটক করে নলছিটি উপজেলা পরিষদে নেয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকার দিকে সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাখাওয়াত হোসেন কুশঙ্গল গ্রামের আঃ বারেক হাওলাদারের পুত্র আঃ রহিমের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি চাউলের বস্তার ৪ বস্তা চাউল জব্দ করেন এবং তা কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় প্রদান করেন। এসময় আঃ রহিম কে আটক করা হয়।
জানা গেছে, আঃ রহিম তার শালীর নামের ভিজিডি কার্ড দিয়ে এবং ১০ টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল মজুদ করেন। অভিযানের সময় তার ঘরে সরকারি প্রদানকৃত খাদ্য শস্য মজুদ করার ড্রাম ভর্তি চাউলও দেখা যায় বলে স্থানীয়রা জানান।
আটক আঃ রহিম কে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ত্রাণের ও জেলা পরিষদের চাউল অবৈধভাবে মজুদ করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সাজা দেওয়া হয়েছে।