ঝালকাঠি প্রতিনিধি:পৌষের হাড় কাঁপানো শীতে দরিদ্র নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঝালকাঠি একতা যুব সংঘ ও পাঠাগার। বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের বসুন্ধরা রোডে একতা যুব সংঘ ও পাঠাগার’র উদ্যোগে একশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। একতা যুব সংঘ ও পাঠাগার সভাপতি মো: রবিউল ইসলাম তুহিন’র সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, বিশেষ অথিতি ছিলেন জেলা আইনজীবী সমিতি সভাপতি এড. মো: শাহাদাৎ হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পি.পি. এড. মো: নাসিমুল হাসান। এসময় শীতার্ত অসহায় মানুষের দুর্দশা লাঘবে তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবানদের প্রতি একতা যুব সংঘ ও পাঠাগারের সভাপতি মো: রবিউল হোসেন তুহিন অনুরোধ জানিয়েছেন।

একতা যুব সংঘ ও পাঠাগার কর্তৃপক্ষ জানায়, পৌষের প্রচন্ড শীত খেটে খাওয়া মানুষ শীতবস্ত্রের অভাবে রাতে ঠিকমত ঘুমাতে পারছে না। তাই অসহায় শীতার্ত মানুষের এই কষ্ট নিবারণে একতা যুব সংঘ ও পাঠাগারের উদ্যোগে একশত পরিবারের মাঝে উন্নত মানের কম্বল তুলে দেওয়া হয়েছে। এই হাড় কাঁপানো শীতে কম্বল পেয়ে শীতার্তরা খুশি।
অনুষ্ঠানে একতা যুব সংঘ ও পাঠাগার সম্পাদক শহিদুল ইসলাম মর্তূজ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বাবুল মিনাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *