ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে সহকারী উপজেলা কর্মকর্তা (এ ইউ ই ও) মজনু মোল্লার বিরুদ্ধে ষুষ গ্রহন, কর্মক্ষেত্রে দুর্নীতি, অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক শিক্ষা বিভাগের বরিশাল বিভাগীয় উপপরিচালকের বরাবরে গত ০২/০১/২০১৮ইং তারিখ ঝালকাঠি সদর উপজেলাধীন ২৩নংগরংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান তার বিরুদ্ধে লিখিত এ অভিযোগ করেন। অভিযোগে টিপু সুলতান বলেন যে গত ২০১৭-১৮ অর্থ বছরের ক্ষুদ্র মেরামতের বরাদ্দকৃত ১০৫০০০( এক লক্ষ পাচ হাজার) টাকা থেকে ১০০০০(দশহাজার)টাকা ঘুষ দাবী করেন নাহলে সে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করবেন এ রকম ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে ১০০০০ (দশ হাজার)টাকা ঘুষ নেন আমি ভয়ে এ টাকা দিতে বাধ্য হয়েছি। তিনি আরও জানান যে এখনও তিনি আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে আসছে এবং বিগত ১৫-১৬ অর্থ বছরে ২৩ টি প্রাথমিক বিদ্যালয় থেকে স্লিপের বরাদ্দকৃত টাকা থেকে ৫% হারে ঘুষ নিয়েছেন। বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে আলোচনা করে সত্যতাও মিলছে, ভুক্তভুগি শিক্ষকরা অধিকাংশই তার উপর ক্ষুদ্ধ কিন্ত অনেকেই ভয়ে মুখ খুলেন না।এইরূপ ভয় দেখিয়ে হয়রানি করে অবৈধভাবে শিক্ষকদের কাছ থেকে উৎকোচ আদায় করা মজনু মোল্লার নিত্য নৈমিত্তিক অভ্যাস, এর থেকে পরিত্রাণ দাবী করেছেন ভুক্তভুগী নিরীহ শিক্ষকগন।এছারা কিছূ শিক্ষক অভিযোগ করেন তিনি ঝালকাঠি কলেজ রোডস্থ রূপালী লাইফ ইনসুরেন্স এর অফিসে কাজ করেন সেখানে নিয়মিত বসেন এবং শিক্ষকদের বিভিন্ন কৌশলে বাধ্যকরেন সেখানে বীমা করাতে। রূপালী লাইফের ঝালকাঠি জেলা প্রধান জাহাঙ্গীর কাঠালিয়ার কয়েকটি মামলার পলাতক ওয়ারেন্টের আশামী তার সাথে কথা বলে ঘটনার সত্যতা মিলছে। অভিযোগকৃত দরখাস্তে বিভাগীয় উপপরিচালক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যাবস্থা নিতে বলা হয়েছে।এ ব্যপারে সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মজনু মোল্লা জানান বিষয়টি আমি জানতে পেরেছি এবং অভিযোগের সত্যতা অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *