ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে স্বামীকে না
পেয়ে পাগল প্রায় চায়না ঘোষ । ঝালকাঠি পৌরসভার বাকলাই গলিতে এক মেয়ে সন্তান নিয়ে সুখ শান্তিতে সংসার করছিল চায়না ঘোষ। স্বামী কৃষ্ণ ঘোষ এর সাথে আনুষ্ঠানিকভাবে চায়নার সাথে ৪ বছর আগে ধুমধাম করে বিবাহ সম্পন্ন হয়। কখনও সংসারে অশান্তি দেখা দেয়নি। ৪ মার্চ সন্ধ্যা অনুমান ৬.৩০ মি. এর সময় ঝালকাঠি পৌরসভায় অবস্থিত তালুকদার প্লাওয়ার মিলে কাজ করার জন্য প্রতিদিনের ন্যায় বাসা হতে রওয়ানা হয়ে যায়। এর পর আর বাসায় ফিরে আসেনি চায়নার স্বামী কৃষ্ণ ঘোষ। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল যায়গায় খোজাখুজি করেও স্বামীর খোজ পায়নি হতভাগা স্ত্রী। সাংবাদিক দেখে কান্নায় ভেংগে পড়েন চায়না
ঘোষ।তিনি সাংবাদিকদের অনুরোধ জানান ,তার
স্বামীকে যাতে খুজে পায় সে ব্যাপারে সহযোগীতা
করার জন্য। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় একটি ডায়রী করা হয়েছে যার নং- ৩০৯ তারিখ:
০৭/০৩/২০২০খ্রি.। চায়না ঘোষ তার স্বামীকে খুজে
পাওয়ার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের
সহযোগীতা কামনা করেন। সন্ধানকারীদের
যোগাযোগের জন্য মোবাইল নং ০১৭২৯৫৬৯৬৬৭।
উল্লেখ্য স্বামীর সাথে থাকা ০১৭৯০৫৭৫১৫৪ মোবাইল নম্বরটি এখনও বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *