স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম। এই সময়ের সরকারী ছুটির দিন ছাড়া জেলার ৩২ হাজার ৪৫২ কিশোরীদেরকে জরায়ু ক্যান্স্যার প্রতিরোধক এই টিকা প্রদান করা হবে। বুধবার ১৬ই আগষ্ট সকালে জেলা সিভিল সার্জন কনফারেন্স রুমে সিভিল সার্জন এইচ. এম জহিরুল ইসলাম সংবাদ সম্মেলন করে এ তথ্য গনমাধ্যমকে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘নারীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত সকল ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের এই টিকা দেয়া হবে। এরই আলোকে “এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে ৯৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের
এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ১ ডোজ এইচপিভি টিকা পেতে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে জন্মসনদের তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে ।
আগামী ২৪ অক্টোবর, ২০২৪ তারিখ হতে ঢাকা বিভাগ ব্যতীত অবশিষ্ট ৭ টি বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম হতে ৯ম শ্রেণী ও সমমানের ছাত্রী এবং ইপিআই নির্ধারিত টিকাদান কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে।
ইপিআই কার্যক্রমে “এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪” সাফল করতে জেলা পর্যায়ে সংবাদ সম্মেলনে সিভিল সার্জন এইচ. এম জহিরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইউনিসেফ এর আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা আহসানুল ইসলাম, বরিশাল বিভাগীয় ইমিউনাইজেশন কর্মকর্তা মোহাম্মদ সানিয়াৎ আলম চৌধূরী এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।