ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মো. সুজন হাওলাদার (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ১১ টায় গাবখান সেতুর নিচে একটি পরিত্যক্ত ঘরে আড়ার সঙ্গে ঝুঁলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পরিত্যক্ত ঘরের মধ্যে মরদেহ পাওয়ায় যুবকের মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুজন পৌরসভার কিফাইতনগর এলাকার আইয়ুব আলী হাওলাদারের ছেলে।পুলিশ জানায়, শনিবার রাতে বাসা থেকে বের হয় সুজন। এর পর থেকে সে নিখোঁজ থাকে। পরিবারের লোকজন খোঁজা খুজির পরে রবিবার সকালে গাবখান সেতুর নিচে একটি পরিত্যক্ত ঘরে সুজনের ঝুঁলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।ঝালকাঠি থানার উপপরিদর্শক আশিকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যু রহস্যজনক হওয়ায় মরাদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।