ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা প্রশাসকের সিএ মোঃ মাইনুল হাসান রিয়াদ এর বাবা বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন লস্কর চিরনিদ্রায় শায়িত হলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাইনুল হাসান রিয়াদ ঝালকাঠি জেলায় জন-মানুষের কাছে খুবই পরিচিত ও জনপ্রিয় মুখ ।
বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন লস্কর এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জেলার সর্বসাধারণ মানুষের মাঝে ।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর খবর শুনে বিভিন্ন রাজনীতিবিদ , সাংবাদিক , অফিসের কর্মকর্তা-কর্মচারীরা , এবং সাধারন মানুষ এক নজর দেখার জন্য ছুটে চলেন বীরমুক্তিযোদ্ধার বাসায়।
১৬/০২/২০২০ইং তারিখ রবিবার সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস মোড়ের বাসায় তিনি ইন্তেকাল করেন।
রবিবার মরহুমের নামাজের জানাজা বাদ আসর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ।
রাষ্ট্রীয় সম্মান প্রদান করার পরে তার নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয় ।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জেলার সাধারণ মানুষ । এই বীর মুক্তিযোদ্ধার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।