ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি’র ১নং ভেরবপাশা ইউপি মিলনায়তনে নলছিঠি থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি ছিলেন নলছিঠি থানা অফিসার-ইন-চার্জ মো.সাখয়াত হোসেন।উপ-পুলিশ পরিদর্শক মো.মিজানের সঞ্চালনায় কমিনিউটি পুলিশিং সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো.নাসির উদ্দিন আহম্মেদ,ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.কামাল বেপারী,ইউপি সদস্য মানিক,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো.মেহেদী হাসান,৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন,শিক্ষানুরাগী আ:জব্বারসহ প্রমুখ।এ সময় বক্তারা আইনসৃংখলা পরিস্থিতি মার্জিন রাখার লক্ষে পাহাড়া ব্যবস্থার চালু করার সিদান্ত নেন।এবং মাদক নির্মুলে ওসি সাখয়াত দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় সভায় ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।