ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠী নলছিটিতে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে দেশব্যাপী প্রতিটি শিক্ষার্থীর অংশ গ্রহনে দলগত জাতীয় সংগীত পরিবেশনায় “বর্নাঢ্য জাতীয় সংগীত অনুশীলন ” প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে।আজ ১৪ই ফেব্রুয়ারি বুধবার সকাল দশ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে নলছিটি চায়নার মাঠে উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থীসহ সর্বস্তরের কয়েক হাজার জনতা সমবেত হয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন এবং শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার মোঃ তাজুল ইসলাম চৌদুরী দুলাল, নলছিটি ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম কবির,জেলা পরিষদ সদস্য শিযুতি বিশ্বাস,উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক মোঃজলিলুর রহমান আকন্দ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ,
উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী,অভিবাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন