মোঃমনির হোসেন ঝালকাঠীঃ
ঝালকাঠিতে ৬২ পিস ইয়াবাসহ এলজিইডির একটি প্রকল্পের কর্মকর্তা ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। আজ রবিবার দুপুরে শহরের কৃষ্ণকাঠি গুরুধাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঝালকাঠি ডিবি পুলিশের পরিদর্শক (ওসি)মো. কামরুজ্জামান মিয়া জানান, কৃষ্ণকাঠি গুরুধাম এলাকার জসিম উদ্দিন ইয়াবার গডফাদার। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বসতঘরে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল । এ সময় ইয়াবা ব্যবসায়ী জসিম উদ্দিন (৩৭) ও ঝালকাঠি এলজিইডির একটি প্রকল্পের সোসিও ইকোনোমিস্ট সাইদুর রহমানকে (৩০) আটক করে ডিবি। তাদের দেহ তল্লাসী করে ৬২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ডিবি পরিদর্শক (ওসি) মোঃকামরুজ্জামান মিয়া। আরো বলেন মাদক সেবী বা বিক্রেতা যত ক্ষমতাধর হউক না কেন তাদের কোন ছাড় নয়।