মোঃ শাহজালাল দেওয়ান : টঙ্গী গাজীপুর : গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে টঙ্গীতে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সোমবার বিকেলে টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে টঙ্গী স্টেশন রোড ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন বাদল, সোহেল রানা, গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মো: ইসমাইল হোসেন, হুমায়ুন কবির রাজ, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ সভাপতি পদপ্রার্থী কাজী কামাল হোসেন, ৪৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লুৎফর রহমান, ৫১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তফা মিয়া, শাহজাহান সিরাজ সাজু. ফজল করিম,প্রমুখ।
আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিলে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বলেন, জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল।