ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পুলিশের ব্যানারে বুধবার ২৭ মার্চ এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত আট মাসে ২৩৩টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার, সড়ক পরিবহন আইনে দায়েরকৃত মামলায় ১ কোটি ৯২ লাখ টাকা আদায়, মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে ৭৭৮টি মামলা, বিভিন্ন অপরাধে আসামীদের গ্রেফতারসহ সাফল্যের চিত্র তুলে ধরার জন্য প্রেস ব্রিফিং করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ। এদিন পুলিশ সুপারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক সাংবাদিকদের এসব তথ্যের কথা জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, ডিবির অফিসার ইনচার্জ মো: আনোয়ারুল ইসলাম,
সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলীসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, ৮ মাসে জেলা পুলিশের পক্ষ থেকে বেশকিছু উল্লেখ্যযোগ্য কর্মকান্ড পরিচালনা করা হয়েছে। মাদক মামলায় ৮৩৫ জনকে গ্রেফতার করা হয়। বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে ৪শ গ্রাম শুকনো গাঁজা ও বিভিন্ন উচ্চতার ১৭৮টি মাদকদ্রব্য ভাং গাছের শিকড়সহ উদ্ধার করে সদর উপজেলার লধাবাড়ী গ্রামের শশি মোহন রায়ের ছেলে মধু রাম (৫৫) কে গ্রেফতার করা হয়। এছাড়াও বালিয়াডাঙ্গী থানা ৫১টি হারানো মোবাইলসহ সাধারণ ডায়েরীমূলে জেলায় ৮ মাসে মোট ২৩৩টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।নএছাড়াও জেলা পুলিশ গত ৮ মাসে ৩ হাজার ৪১৪টি গ্রেফতারি পরোয়ানা নিস্পত্তি করে, সড়ক পরিবহন আইনে ৫ হাজার ১৫২টি মামলায় মোট ১ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৪৫০ টাকা জরিমানা করে। ২৩৩টি মোবাইল ফোন উদ্ধার, ১৬০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। ৭৭৮টি মাদক মামলা, মাদক মামলায় মোট ৮৩৫জন গ্রেফতার, ৪৮ হাজার ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ হাজার ৩৯৯ পিস ফেনসিডিল, ১ হাজার ২৫০ এমএল তরল, ৩৮ কেজি ৬৮২ গ্রাম গাঁজা, ১৮৯ টি গাঁজার গাছ, ৭৩ দশমিক ৩২ গ্রাম হেরোইন, ১৯৮ পিস ট্রাইপটিন, ৪৭৪ লিটার চোলাইমদ, ১শ লিটার জাওয়া, ৩৩ বোতল বিদেশি মদ, ১৫০ লিটার ডিনেচার্জ স্পিরিট, ৪০৫ এ্যাম্পল ব্রপেন, ২০৪ পিস দিলখুশ ট্যাবলেট, ১১০ টি নিউরোবিওন ইনজেকশন ও ৩ হাজার ৬শ পিস ডেক্সমেথাশন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।