ঠাকুরগাঁও প্রতিনিধি॥
‘আদিবাসীদের শিক্ষা, ভুমি ও জীবনের অধিকার দাবিতে আন্তর্জাতিক আদিবাসি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপরে জাতীয় আদিবাসী পরিষদ ও ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উদ্যোগে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।পরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সভাপতি সূর্য মুর্মু, আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাড. ইমরান চৌধুরী প্রমুখ।বক্তাগন আদিবাসী শিশুদেওর শিক্ষা,ভ’মি ও জীবনের অধিকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরে সেখানে তীরধনুক প্রতিযোগীতা ও আদিবাসীদের মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।