নুরে আলম শাহ: ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা পুলিশের কর্মকান্ড বিষয়ে আগস্ট মাসের কার্যক্রমের কিছু গুরুত্বপূর্ণ অংশ প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়।
সোমবার(৪ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে এ প্রতিবেদন তুলে ধরা হয়।
মাসিক প্রতিবেদনটি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এর ফেসবুক আইডি থেকে নেয়া হয়। প্রতিবেদনে জানানো হয় । আগস্ট মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য বিশেষ কর্মকান্ড পরিচালনা করা হয়। এর মধ্যে গত এক মাসে জেলা পুলিশের পক্ষ থেকে ১৯৩টি মামলা নিস্পত্তি করা হয়।
সড়ক পরিবহন আইনে ৮৯৩ টি মামলা দায়ের করা ছাড়াও ৩৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানায আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
হারানো ২৬টি মোবাইল ফোন,৮টি মোটরসাইকেল, ১টি অটো ও ২৭ জন ভিকটিম উদ্ধার করা হয়। ২৭৫ টি গ্রেফতারী পরোয়ানা নিস্পত্তি করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী ৪৪টি নন-এফআইআর প্রসিকিউশন, ৪৬টি আলামত নিষ্পত্তি,৪৬ টি এন আমার ৫৫টি পিএন্ড এ ২টি জেল প্যারেড ও ৩৫৮ জন আসামিকে গ্রেফতার এবং ৯০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ১ হাজার ৭১৯টি পাসপোর্ট ভেরিফিকেশন, ২০৩টি চাকুরী ভেরিফিকেশন ও ১৯১টি পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হয়।
এছাড়াও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১হাজার ৪শত ৩২ পিস ইয়াবা, ১ হাজার ৫১পিস টাপেন্ডাডোল ট্যাবলেট, বিদেশি মদ ১৩ বোতল, গাঁজা ৪ কেজি ৯২৫ গ্রামসহ ২টি গাঁজার গাছ ,২০৬ বোতল ফেনসিডিল ও ১.২৫০ লিটার তরল মদ, হেরোইন ২৭ গ্রাম ও চোলাই মদ ১০৫ লিটার উদ্ধার করা হয়।
এসময় জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক টিকেজি টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কে জানান যে, জেলায় বিশেষ অভিযানের মাধ্যমে সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়নের মধ্য দিয়েই এ জেলা মাদকমুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।