ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভিমরুলের কামড়ে দুই বোনের এবং রংপুর মেডিক্যালে একবোন সহ ৩ জনের মৃত্যু হয়েছে।এছাড়াও একই ঘটনায় নিহতদের মাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ২জন এবং রোববার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অপর একজনের মৃত্যু হয়।
নিহতরা হলো দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামের ইসলাম উদ্দীনের মেয়ে হাদিসা (৮) ও ফারজানা (৩)ও মীম(৮ মাস)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করা গ্রামের ইসলাম উদ্দীনের ৩ মেয়ে ও স্ত্রীকে শনিবার বিকেলে নিজ বাড়িতে ভিমরুল কামড় দেয়।এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ মেয়ে হাদিসা ও ফারজানা মারা যায়। রোববার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় মিম (৮ মাস)।
নিহতদের মা তানজিনা (২৫)) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জনক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।