ঠাকুরগাও প্রতিনিধি ॥
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে আওয়ামীলীগ সহ ১৪ দল।আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১ টায় ১৪ দলের উদ্যোগে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়। মানববন্ধনে আওয়ামীলীগ,ছাত্রলীগ ,যুবলীগ, ন্যাপ,জাসদ সহ ১৪ দলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশি,এ্যাড.মকবুল হোসেন বাব,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়,উপজেলা আওয়ামীলেিগর সভাপতি অরুনাংসু দত্ত টিটো,সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার,জেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ আপেল প্রমুখ।
বক্তারা কিশোরগন্জের শোলাকিয়া ও গুলশানের হামলার জন্য দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানান।