ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ”বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উদ্দিপনা পুরস্কার বিতরণ করা হয়। শনিবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে ৭শ জন মেধাবী শিক্ষাথীদের মাঝে ৮শ টি উদ্দিপনা পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গীর কৃতিসন্তান শিল্পপতি, ইঞ্জিনিয়ার মরহুম ইজাবউদ্দিন আহমেদের নাতি ইজাব গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা খায়রুল আনাম, সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বেলাল রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোঃ রমজান আলী।