সাতকানিয়া প্রতিনিধিঃ
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের ওরিয়েন্টেশন ক্লাস ১ জুলাই সোমবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের স্বাগত জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ তফাজ্জল হোছাইনের সভাপতিত্বে ও অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি, সাপ্তাহিক ‘চাটগাঁর সংবাদ’ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী। প্রধান অতিথি বলেন, ছাত্রীদের মানব সম্পদে পরিণত হতে হবে। স্কুলের গ-ী পেরিয়ে কলেজের বৃহত্তর অঙ্গনে এসে এর সুযোগ সুবিধার সদ্ব্যবহার করতে হবে। নুরুল আবছার চৌধুরী বলেন, ছাত্রীদের নিয়মিত উপস্থিতির মাধ্যমে শিক্ষকদের পাঠ মনোযোগ সহকারে আয়ত্ত করতে হবে। ক্লাসের অবসরে লাইব্রেরির বই ও পত্রিকা পাঠ এবং কম্পিউটার ল্যাব ব্যবহারের পরামর্শ দেন এবং উচ্চশিক্ষিত হয়ে ছাত্রীদের যৌতুক প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরামর্শ দেন। তিনি আরোও বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ছাত্রীদেরকে এগিয়ে আসতে হবে। অধ্যক্ষ মোহাম্মদ তফাজ্জল হোছাইন বলেন, ছাত্রীদের সুশিক্ষিত হয়ে পিতামাতা ও দেশের মুখ উজ্জ্বল করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ ইদ্রিস মিয়া, কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক রুহুল কাদের, অধ্যাপক মুহাম্মদ জয়নাল আবেদীন, অধ্যাপক মিজানুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী আহমদ হোসেন।