নিজস্ব প্রতিবেদকঃ দাগনভূঞার কৃতিসন্তান,বিশিষ্ট রাজনীতিবিদ,সমাজসেবক মরহুম আবদুল হাই মিলনের ৩য় মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে রাজধানীর তোপখানা রোড়স্থ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যাংকার, জাতীয় সংগঠন স্বপ্নীলের চেয়ারম্যান মনজুরুল আলম টিপুর সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংবাদিক রিন্টু আনোয়ার , নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির আহবায়ক ও নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিকুল আনোয়ার, বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ আলমগীর, সাংবাদিক কাজী তানভির আলাদীন, বিশিষ্ট ব্যাংকার ও সংগঠক মিজানুর রহমান হিরো, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা তারেক রায়হান, কবি ও সাহিত্যিক আরিফ মঈনউদ্দিন, সোনাগাজী সমিতির সাধারন সম্পাদক প্রকোশলী মাসুদ হোসেন, এডভোকেট ফারুক হোসেন, সাংবাদিক হোসনে মোবারক নিশাত, স্বপ্নীলের মহাসচিব রবিন আহম্মদ, আওয়ামীলীগ নেতা আবু নাছের, যুবলীগ নেতা মোহাম্মদ শাহাজান, বিমান বাহিনীর কর্মকর্তা দুলাল হোসেন দুলাল,বিশিষ্ট সংগঠক জিয়া খোন্দকার, সাংবাদিক মাসুদ রানা , আতাউর রহমান প্রমুখ।
বিশিষ্ট সংগঠক মোহাম্মদ লিটনের সন্ঞালনায় সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন রহিম ফরায়েজী।
স্মরণসভায় বক্তারা মরহুম আবদুল হাই মিলনের কর্মজীবনের নানামুখী দিক তুলে ধরেন এবং তার নামে একটি ফাউন্ডেশন গঠনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
শেষে মিলাদ, দোয়া, মুনাজাতের মাধ্যমে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।