মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীদের দ্বারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ প্রতিবাদ ও সমাবেশ করেছে। রবিবার দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়াস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগের নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল জেলঅ শহর প্রদক্ষিণ করে।জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন,বিএনপি-জামায়াতের ক্যাডাররা যে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে চেষ্টা করছে তা কোনভাবেই হতে দেয়া হবেনা।আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করব।অপরদিকে, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন,দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি পূর্ণভাবে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে।কিন্তু বিএনপি জামায়াত ও ছাত্রদলের ক্যাডাররা এরকম পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য নানা রকম হামলা মামলা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা কোনভাবেই কোন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের দ্বারা কোন অরাজকতা করতে দেবনা।