লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের উজানে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে
নৌকা ডুবির ঘটনায় ১০জন শিশু উদ্ধার হলেও কুরফান আলী (৬০) নামে এক মাঝির সন্ধান পেলেনি। রোববার (২৩ এপ্রিল) দুপুরে তিস্তা নদীর উজানে মেয়ের বাড়ি থেকে নৌকাযোগে ১০জন নাতী নাতনীসহ বৃদ্ধ কুরফান আলী বাড়ি ফিরছিল।
নিখোঁজ কুরফান হাতীবান্ধা উপজেলার দোয়ানী সীমান্তবাজার এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
নিখোঁজ কুরফান আলীর মেয়ে আসমা খাতুন বলেন, নৌকা নিয়ে বড়বোনের বাড়ি থেকে নাতি নাতনীদের আনতে গিয়ে তিস্তা নদীর মাঝখানে নৌকা ডুবে যায়। নৌকায় আমার ছেলেসহ ১০ জন ছিল। বাকিদের উদ্ধার করা গেলেও বাবাকে খুঁজে পাওয়া যায়নি।
তিস্তা দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপ্ত কুমার সিং বলেন, নৌকা ডুবে একজন নিখোঁজ হয়েছে। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করছেন।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নির্মল কুমার রায় বলেন, রংপুরে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ডুবুরী দল আসলেই উদ্ধারকাজ শুরু হবে।