ঢাকা সংবাদদাতাঃ
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারানোর সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
সোমবার পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক অভিনন্দন বার্তায় বলেছেন, বাংলাদেশের ক্রিকেট খেলায় যেভাবে নিজেদের সক্ষমতা দেখিয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে তাতে সমগ্র দেশবাসীর সাথে সাথে আমরাও গর্বিত।
নেতৃদ্বয় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ক্রিকেট খেলায় একের পর এক টাইগার’রা যে কৃতিত্ব দেখাচ্ছে তা ক্রিকেট প্রেমীদের মনে এক জোরালো আশার সঞ্চার করেছে। ফলে দেশবাসী আশাবাদী-নিয়মিত অনুশীলণ ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশীরা ক্রিকেট খেলায় সারাবিশ্বে নিজ দেশের সুনাম ধরে রাখতে সক্ষম হবে।
নেতৃদ্বয় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।