স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশালে বহুল প্রচারিত সাপ্তাহিক ত্রিশাল বার্তার পত্রিকার
সম্পাদক ও প্রকাশক শামীম আজাদ আনোয়ারের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা করায় ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬অক্টোবর সন্ধ্যা ক্লাবের সভাপতি এস,এম ফজলে রশীদের সভাপতিত্বে সাধারণ সস্পাদক ফকরুদ্দীন আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক, সহ সভাপতি সারুয়ার জাহান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আছাদ্জ্জামান পাইলট,দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি কামরুজ্জামান মিনহাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক, সমাজকল্যাণ সম্পাদক, মোমিন তালুকদার, তথ্য সম্পাদক রুবেল আকন্দ, ত্রিশাল প্রতিদিন অনলাইন বার্তা সম্পাদক ইমরান হোসেন খান, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জামাল উদ্দিন শামীম, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান মিন্টু, সদস্য ফজলুর রহিম,সদস্য কাজল সরকার,সদস্য অানোয়ার হোসেন। প্রতিবাদ সভায় বিভিন্ন বক্তারা বলেন, ত্রিশালের স্যানেটারী ইন্সপেক্টের কর্তৃক দায়ের করা মামলা ময়মনসিংহের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালতে যা পি বি আই কর্তৃক তদন্তাধিন রয়েছে। এই মামলাটি সম্পুর্ণ হয়রানীমূলক। প্রতিবাদ সভায় সাংবাদিকরা ত্রিশালের স্যানেটারি জেসমিন সুলতানা কর্তৃক দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন। পরে সভাপতি সমাপনী বক্তব্যে ১৭অক্টোবর মানব বন্দন কর্মসূচি ঘোষণা করে সভা সমাপ্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন