ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ দলিল সম্পাদনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দ্বন্ধের জেরে
ভুরুঙ্গামারীতে দলিল লেখকদের কাছে সাবরেজিষ্টার লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে।
জানাগেছে, ভুরুঙ্গামারী সাবরেজিষ্ট্রি অফিসে প্রায় ৩ মাস আগে নাবীব আফতাব সাবরেজিষ্ট্রার হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে দলিল লেখক সমিতির সদস্যদের মধ্যে প্রযোজনীয় কাগজ পত্র জমাদান নিয়ে দ্বন্ধ চলে আসছিলো।
সোমবার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দলিল সম্পাদনে সাবরেজিষ্টার রাজি না হওয়ায় এজলাসে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সাবরেজিষ্টার নাবীব আফতাব জানান, তিনি সরকারী বিধি মোতাবেক সঠিক কাগজ পত্র (খারিজ ও দাখিলা) ছাড়া জমির রেজিষ্ট্রি সম্পাদন করতে রাজিনা হওয়ায় তার উপর চড়াও হয়েছে। এসময় তাকে লাঞ্চিত করা হয় এবং শাহালম নামে একজন নকল নবীশ গুরুতর আহত হয় বলে তিনি দাবী করেন। অপরদিকে দলিল লেখক সমিতির সভাপতি নুরুল ইসলাম ও সম্পাদক মিজানুর রহমান জানান, দলিল প্রতি সাবরেজিষ্টার সাহেব কে নির্দিষ্ট পরিমান অর্থ না দেওয়ায় তিনি দলিল সম্পাদন করতে রাজি হচ্ছেন না বলে উত্তেজিত ক্রেতা বিক্রেতারা তার উপর চড়াও হয়েছে। জমি বিক্রেতা নলেয়া গ্রামের আজিজুল হক, চরভুরুঙ্গামারীর মোশারফ হোসেন, দেওয়ানের খামার গ্রামের হাফিজুর রহমান জানান, তারা জরুরী প্রয়োজনের জন্য জমি বিক্রি করতে আসলেও দলাদলির কারনে জমি বিক্রি করতে নাপারায় ভোগান্তিতে পড়েছেন। উল্লেখ্য সাবরেজিষ্টার আসার পর এপর্যন্ত তিনি ২৫২ টি দলিল প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করায় রেজিষ্ট্রি সম্পাদন করেছেন। কিন্তু বাকী দলিল গুলো বিধি মোতাবেক কাগজ না দেয়ায় তা সম্পাদন করা সম্ভব হচ্ছেনা বলে অফিস সুত্রে জানাগেছে। ভুরুঙ্গামারী থানার এসআই জালাল উদ্দিন ঘঁনার সত্যতা স্বীকার করে জানান তিনি ঘটনা স্থলে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *