এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার ২০২০ সালের শ্রেষ্ঠ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন খানসামা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) আবু রাহাত সোহেল রানা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে আবু রাহাত সোহেল রানার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দিনাজপুরের উপ-পরিচালক মোঃমাহফুজুর রহমান।
জানা যায়, গত ২০২০ সালের কর্ম দক্ষতা ও কর্ম সম্পাদনসহ ১০টি মানদণ্ড বিবেচনা করে তাঁকে এই শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা জানান, যেকোনো অর্জনই আনন্দের তবে স্বীকৃতি দায়বদ্ধতা বৃদ্ধি করে।