এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট  শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের অপারেশন-৯ দিনাজপুর ডোমেইন কর্তৃক আয়োজিত, দিনাজপুর ডোমেইনের আওতাধীন পরিচালিত ৪টি জোনের, জোন প্রধান ও ১৬টি অঞ্চলের, অঞ্চল প্রধানদের সমন্বয়ে সংস্থার মাঠ পর্যায়ের ২০২৪- ২৫ অর্থ বছরের স্মার্ট পেপার লেস বাজেট পরিকল্পনা প্রনয়ন বিষয়ক মিটিং ১৫ মে সৈয়দপুর মানবিক সাহায্য সংস্থার প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।টিএমএসএসের দিনাজপুর ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত থেকে স্মার্ট বাজেট পরিকল্পনা প্রনয়ন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন  টিএমএসএসের নির্বাহী পরামর্শক মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসের আইটি এন্ড জিজি পরিচালক মোঃ মাহাবুবুর রহমান ও পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম প্রমুখ। বক্তারা টিএমএসএসের পক্ষ থেকে উপস্থিত সকল কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।মিটিংয়ে দিনাজপুর ডোমেইনের বিগত ২০২৩-২৪ অর্থ বছরের অগ্রগতি পর্যালোচনা করা হয়।মিটিংয়ে নতুন, নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করে কার্যক্রম চালানোর বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করার পাশাপাশি টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়। তারা সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করার জন্য মাঠ কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বক্তারা তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার আহবান জানান। বক্তারা টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলি অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে দেওয়া জন্য কর্মকর্তাদের আহবান জানান। বক্তারা দিনাজপুর ডোমেইনের শাখা গুলোতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে দূর্বার গতিতে এগিয়ে যাওয়ার কলাকৌশল নির্ধারনের মাধ্যমে মডেল শাখা চালু করণ বিষয়ের উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। শাখা গুলোতে সঞ্চয় সংগ্রহের মাধ্যমে কার্যক্রম চালানো, ক্ষুদ্র উদ্যোগ, অগ্রসর বৃদ্ধি করা ও আত্মসাৎ জিরো টলারেন্স নীতি গ্রহণ ও বকেয়া হ্রাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। স্মার্ট বাজেট পরিকল্পনা প্রনয়ন বিষয়ক মিটিংয়ে অন্যদের মধ্যে দিনাজপুর ডোমেইনের আওতাধীন ৪টি জোনের, জোন প্রধানগন যথাক্রমে দিনাজপুর জোন প্রধান মোঃ রুহুল আমিন, সৈয়দপুর জোন প্রধান মোঃ শহিদুল ইসলাম , ঠাকুরগাঁও জোন প্রধান মোঃ শহিদুল হাসান ও পঞ্চগড় জোন প্রধান মোঃ আব্দুল আলিম সহ ১৬টি এরিয়ার, এরিয়া প্রধানগন অংশ নেয়। মিটিংয়ে সংস্থার বিভিন্ন কর্মকান্ডের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়। টিএমএসএসের মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন, নতুন কর্মসূচি চিহ্নিত করে ঋণ বিতরণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উক্ত মিটিংয়ে এইচ আর কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ডোমেইন কার্যালয়ের অন্য কর্মকর্তা ও হিসাব কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটরগন উপস্থিত ছিলেন। দিনাজপুর ডোমেইনের স্মার্ট পেপার লেস বাজেট পরিকল্পনা প্রনয়ন বিষয়ক মিটিংয়ের সার্বিক পরিকল্পনা ও কার্যক্রমে উর্ধ্বতন কর্মকর্তাগন সন্তোষ প্রকাশ করার পাশাপাশি দিনাজপুর ডোমেইন সারা দেশের মধ্যে দ্বিতীয় শীর্ষ স্থান অর্জন করায় সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *