বিশেস প্রতিনিধি
দিনাজপুরে পীর ফরহাদ হোসেন চৌধুরি ও গৃহপরিচারিকা মুরিদকে হত্যার প্রধান আসামীকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩। জানা গেছে,দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা শাহপাড়ার আজিম উদ্দিন শাহর ছেলে শফিকুল ইসলাম বাবু (২৮) নামের যুবককে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর রংপুরের র্যাব-১৩ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রংপুরে র্যাব-১৩-এর কমান্ডার এটিএম আতিকুল্লা।এ বিষয়ে রংপুর র্যাবের সিনিয়র সহকারি পুলিশ সুপার দোলন মিয়া বলেন,গ্রেপ্তারকৃত সায়েদুল ইসলাম ও সমর আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান মো. শফিকুল ইসলাম ওরফে বাবুর পরিকল্পনায় তার সহযোগীরা কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার গৃহকর্মী রুপালিকে হত্যা করেছে।