মোরশেদ মন্ডল, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহার মহিলা কলেজ রোড দিয়ে উত্তর দিকে মাত্র সাড়ে তিন কিলোমিটার এগুলেই হাতের বাম পার্শ্বে চোখে পড়বে অর্জুনপুর ভাবুক গ্রাম। গ্রামের ভিতর গেলে চোখে পড়বে পাকা ও কাঁচা ২২টির মতো বাড়ী যা “মৌচাক বাড়ী” নামে খ্যাত।
চারদিকের গাছে, টিনের চালার নিচে, বিল্ডিংয়ের কার্নিশে শোভা বর্ধন করছে প্রায় শতাধিক মৌচাক। এই বাড়িটি মরহুম আব্দুস সামাদ মাষ্টারের।
সরেজমিনে গিয়ে মরহুম আব্দুস সামাদ মাষ্টারের ছেলে ইমরানের সাথে কথা হলে তিনি জানান, কয়েক বছর আগে থেকেই দুই- চারটি করে মৌচাক দেখা যেত। কিন্তু হঠাৎ করেই এ বছর, দুই-চারটি নয় বরং এ পর্যন্ত মৌচাকের সংখ্যা বেড়ে প্রায় একশত’র কাছাকাছি। মৌচাকগুলোতে হাজার হাজার মৌমাছি মধু আহরণ করে। কিন্তু শান্ত প্রকৃতির এই মৌমাছিগুলো কাওকে কামড়ানো বা ক্ষতি করেনা।
উন্নত প্রযুক্তির প্রয়োগ ও সঠিক প্রশিক্ষনের মাধ্যমে মৌমাছিগুলোর রক্ষনাবেক্ষন করলে এই মৌচাক বাড়ি পৌঁছে দিতে পারে সম্ভাবনার এক নতুন দিগন্তে।