filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

এম.এম.এ.জিন্নাহ্ দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
শারদীয় দূর্গোউৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে সেচ্ছাসেবকদের সাথে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ ( ৩০-০৯-২৪) সোমবার দুপুরে দেবীগঞ্জ বিজয়চত্তরে।

দেবীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য দেন ।

এসময় উপস্থিত ছিলেন গনি বসুনিয়া,হ্যাপি,আনারুল, শাজাহান, সোহেল,আসাদুজ্জামান সুমন, রাজু রানা প্রমুখ।

দুর্গাপূজার আয়োজন নিয়ে প্রধান অতিথি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পঞ্চগড় জেলার হিন্দু ভাইয়েরা সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গোৎসব পালন করতে পারে সে ব্যাপারে জেলা বিএনপির সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করবেন। যাতে দুর্গাপূজা পালনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সবাই সজাগ থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *