মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ (রানা)দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের এলজিইডি অফিসের একটি কক্ষে নির্মাণ সামগ্রীর মান নিয়ন্ত্রণের লক্ষ্যে উপজেলায় প্রথমবারের মতো স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের এই ধরনের ল্যাবরেটরি স্থাপন করা হলো।
উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশ্তি প্রধান অতিথি থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌস,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন ,স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মোঃ শাহরিয়ার ইসলাম শাকিল,, উপসহকারি প্রকৌশলী সাজেদুল ইসলাম, জনসাস্থ্য প্রকৌশলী শওকত ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সাখাওয়াদ আলী গোলাপ, এবং ফুয়াদ ,সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।#