এম.এম.এ.জিন্নাহ্,দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধিঃ
সরকারের সর্বজনীন পেনশন স্কিম নিয়ে এক অবহিতকরণ সভা বৃহস্পতিবার দেবীগঞ্জ উপজেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসনের আয়োজনে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম রব্বানী সরদার এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক,মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সরকারের এই মহতী উদ্যোগে স্বাগত জানিয়েছেন সব শ্রেণি-পেশার অংশগ্রহণকারীরা। চাঁদা দাতারা অনলাইন প্লাটফর্মে রেজিস্ট্রেশন করে যে কোনো একটি পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন।
৪টি স্কিমের মধ্যে সমতা স্কিমে (দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের জন্য) মাসিক এক হাজার টাকা চাঁদার মধ্যে চাঁদা দাতা দেবেন ৫শ টাকা এবং সরকার দেবে ৫শ টাকা। ১০ বছর সঞ্চয়ের পর মাসিক পেনশন পাবে এক হাজার ৫৩০ টাকা।
সুরক্ষা স্কিমে (স্বকর্মে নিয়োজিত ব্যক্তি) মাসিক এক হাজার থেকে ৫ হাজার টাকা চাঁদা বিভিন্ন মেয়াদে জমা দেওয়া যাবে। ১০ বছর সঞ্চয়ের পর মাসিক পেনশন পাবে এক হাজার টাকায় এক হাজার ৫৩০ টাকা, ২ হাজার টাকায় ৩ হাজার ৬০ টাকা, ৩ হাজার টাকায় ৪ হাজার ৫৯১ টাকা এবং ৫ হাজার টাকায় ৭ হাজার ৬৫১ টাকা।
প্রগতি স্কিমে (বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী বা প্রতিষ্ঠানের মালিক) মাসিক ন্যূনতম ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা জমা দেওয়া যাবে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে স্কিমের চাঁদার অর্ধেক কর্মী এবং অর্ধেক টাকা প্রতিষ্ঠান প্রদান করবে। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান এই স্কিমে অংশগ্রহণ না করলেও কর্মচারী নিজ উদ্যোগে এককভাবে এ স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। ১০ বছর সঞ্চয়ের পর মাসিক পেনশন পাবে ২ হাজার টাকায় ৩ হাজার ৬০ টাকা, ৩ হাজার টাকায় ৪ হাজার ৫৯১ টাকা এবং ৫ হাজার টাকায় ৭ হাজার ৬৫১ টাকা।
প্রবাস স্কিমে (বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশি নাগরিক) মাসিক ৫ হাজার, সাড়ে ৭ হাজার ও ১০ হাজার টাকা চাঁদা বিভিন্ন মেয়াদে জমা দিতে পারবেন। ১০ বছর সঞ্চয়ের পর মাসিক পেনশন পাবে ৫ হাজার টাকায় ৭ হাজার ৬৫১ টাকা, সাড়ে ৭ হাজার টাকায় ১১ হাজার ৪৭৭ টাকা এবং ১০ হাজার টাকায় ১৫ হাজার ৩০২ টাকা।