মো: রেজাউল করিম, রাজশাহী:
রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের পাশের একটি ড্রেন থেকে ২৫ দিন বয়সী এক নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ সংলগ্ন নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি জানিয়েছেন লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুজ্জামান।
তিনি বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় না থাকায় কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় নবজাতকের মরদেহ দাফন করা হবে।