মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : নতুন বছরে প্রথম বিজ্ঞাপন চিত্রে কাজ করলেন চিত্রনায়ক শিপন মিত্র। দেশ বন্ধু গ্রুপের ‘অরেঞ্জ’ ড্রিংকস এর বিজ্ঞাপনে তাকে দেখা যাবে। সম্প্রতি এই বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়েছেন তিনি। এর চিত্রায়ণ হয়েছে ৩০০ফিট এবং পুবাইলের বিভিন্ন জায়গায়। বিজ্ঞাপনটি যৌথ ভাবে নির্মাণ করেছেন সুমন আহমেদ ও জিনিয়া রুমি। শিপনের বিপরীতে মডেল হয়েছেন নাজনীন নাহার নিহা।
বিজ্ঞাপনটি নিয়ে আশাবাদী শিপন। তিনি বলেন, ‘বছরের শুরুতে নতুন বিজ্ঞাপনে কাজ করলাম। দেশ বন্ধু গ্রুপের ‘অরেঞ্জ’ ড্রিংকসটি মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আগে থেকেই রয়েছে। বাংলাদেশে নতুন করে বাজারজাত হতে যাচ্ছে। তাদের সব কয়টি পণ্য আন্তর্জাতিক বাজারে রয়েছে। যার গুণগত মান আমি নিজেই যাচাই করেছি খুবই ভালো। তাই কাজটি করা। ফেব্রুয়ারিতে এই পণ্যটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে।’
শিপন অভিনীত মুক্তির অপেক্ষায় আছে রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ ও সোয়েব সাদিক সজীব পরিচালিত ‘সুজুকি’। এছাড়াও নিয়মিত নাটকে কাজ করছেন এ চিত্রনায়ক। সম্প্রতি শেষ করেছেন আসন্ন ভালোবাসা দিবসের জন্য ‘বৃষ্টির গান’ শিরোনামের একটি একক নাটক।