নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেলায় ৪টি প্যাভিলিওনে স্টল বসে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোসলেম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু, কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য্য, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফেরদৌস আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, মোরশেদুল বারী, জিয়াউর রহমান, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।