মনিরুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে আগামী ২৬শে ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কে ঘিরে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন। পাশাপাশি আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের কে বিজয়ী করার লক্ষে ১২ই ডিসেম্বর বুধবার ৪নং থালতা মাঝগ্রাম ও ৫ নং ভাটগ্রাম ইউনিয়নে বিভিন্ন জায়গায় নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবু সাঈদ, যুবলীগ নেতা ইন্জিঃ মোঃ মোফাজ্জল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আঃ রাজ্জাকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।