সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে আগামী পৌরসভার নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসছে আগামী পৌরসভা নির্বাচন উপলক্ষে সোমবার (১৬-১১-২০২০) বিকেলে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুকুল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিউল আলম ছবি, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল বারীক, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, এনামুল হক, আওয়ামী লীগ নেতা, মখলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান বিপুল, আব্দুল মান্নান, হাসান আব্বাসী, আব্দুল ওয়াহাব বাদশা, আয়নাল হক, হযরত আলী, শাহ জামাল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় ৯ টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল দলীয় নেতা কর্মীরা নন্দীগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমান কে দলীয় মনোনয়ন দেয়ার জন্য উপজেলা, জেলা আওয়ামীলীগের নিকট আবেদন জানান। এছাড়া দলীয় সকল নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে সজাগ ও ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করার আহবান জানানো হয়।