লালমনিরহাট প্রতিনিধি
জেলায় কর্মরত সাংবাদিকদের দেওয়া ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন লালমনিরহাট-০৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান।
শুক্রবার (১৯জানুয়ারি) রাত সাড়ে ৯টায় লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিকবৃন্দ।
প্রেসক্লাব আহ্বায়ক কমিটির সদস্য সচিব লিয়াকত আলীর সভাপতিত্বে ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন, সিনিয়র সাংবাদিক মোফাখখারুল ইসলাম মজনু, সাংবাদিক আব্দুর রব সুজন, আহমেদুর রহমান মুকুল, আবু হাসনাত রানা, এস দিলীপ রায়, জাহাঙ্গীর আলম শাহীনসহ জেলায় কর্মরত অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।