খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট সরকারী কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তিসহ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে অত্র কলেজের বাণিজ্য ভবন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মানবিক ভবনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক লিটন রহমান লিটু, জারিফ খান জিওন, ছাত্রনেতা আবু, শাকিল আহমেদ, মেহেদী হাসান সজীব, জে আর জামান, পারভেজ, বিজয় শঙ্কর, সাগর শর্মা, কদর, আশিকসহ বিভিন্ন বিভাগের নেতাকর্মীগণ।