নাগশ্বরী প্রতিনিধিঃ
নাগশ্বরীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। থানায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে, হাসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ব্যাপারীহাট এলাকার খলিলুর রহমানের কন্যা মৌলতা খাতুন নিউ প্রতিশ্রুতি কিন্ডার গার্টেন ও স্কুলে নবম শ্রেনীতে পড়ালখা করে।প্রতিদিনের ন্যায় ১০ অক্টাবর বিদ্যালয়ে গেলে সহকারী শিক্ষক অবিনাশ চদ্র তাকে পরিচালক শহিদুল ইসলামরে কক্ষে যেতে বলে।সেখানে গেলে অফিস ফাকা থাকায় শহিদুল ইসলাম তাকে যৌন হয়রানি করে। বিষয়টি সে পরিবারকে জানাতে চাইলে পরিচালক ও ওই সহকারী শিক্ষক মিলে তাকে বেদম প্রহার করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। ছুটি শেষে বাড়ী ফিরে অসুস্থ হয়ে পরে সে। পরদিন বিদ্যালয়ে না গিয়ে সে সারাদিন শুয়ে থাকায় তার মায়ের সন্দেহ হয়। বিদ্যালয়ে না যাওয়ার কারন জানত চাইলে এক পর্যায়ে মৌলতা হাউমাউ করে কেদে তার মাকে বিষয়টি খুলে বলে। সন্ধ্যায় মৌলতাকে নাগশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করান তার বাবা মা। সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। রাতে তার বাবা খলিলুর রহমান বাদী হয়ে নাগশ্বরী থানায় শহিদুল ও অবিনাশকে আসামী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনের ১০/৩০ তৎসহ ৩২৩/৫০৬ দন্ডবিধীত মামলা করেন। পরিচালক শহিদুল ইসলাম জানান ওই ছাত্রী একটু দুষ্টুমী করায় তাকে শাসন করা হয়েছে। প্রধান শিক্ষক মাকছদা বেগমের মুঠাফান ০১৮৭৬০১৭৪০০ নম্বরে একাধিকবার চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায়। নাগশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির উল ইসলাম চৌধুরী জানান আসামীদের গ্রেফতারের প্রচষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *