আব্দুল গণি, নাগেশ^রী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ^রীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বামনডাঙ্গা নদী ভাঙ্গন প্রতিরোধ বাস্তবায়ন কমিটি’র সভাপতি ও তরুণ সমাজকর্মী আতিক হাসান রাজার নিজস্ব অর্থায়নে ১১ জুলাই মঙ্গলবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের প্রায় ৫শ পরিবারের মাঝে নৌকাযোগে ত্রাণ হিসেবে শুকনো খাবার চিড়া, মুড়ি, খাবার স্যালাইন, দিয়াশলাই ও মোমবাতি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাফিজুর রহমান হৃদয়, আব্দুল গনি, বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক-আব্দুর রহিম বাদশা, তরুণ সমাজকর্মী মতিউর রহমান, শাহানুর আলম, সোহেল, আপেল প্রমুখ।