নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভারতীয় বিএসএফ কর্তৃক সিমান্ত হত্যার প্রতিবাদে ফেলানীর প্রতিকী লাশ নিয়ে নাগেশ্বরী মুক্ত মঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন হানিফ বাংলাদেশীর পথযাত্রী শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন,অাহমেদ বাবু ফেলানীর বাবা নুর ইসলাম, মাতা জাহানারা বেগম প্রমুখ। হানিফ বাংলাদেশীর সাথে স্থানীয় প্রায় ১শতাধিক লোক একাত্ততা ঘোষনা করে। ফেলানীর মা জাহানারা বেগম বলেন অামার মেয়ে হত্যার দির্ঘ্য ৯ বছর পার হলেও এখনও এর বিচার পাইনি,অামি অামার মেয়ে ফেলানী হত্যার বিচার চাই। বাবা নুর ইসলাম বক্তব্যে বলেন অামার সামনে ভারতীয় বিএসএফ অামার মেয়েকে গুলি করে হত্যা করে কাটা তারের সাথে ঝুলিয়ে দেয়, অামার মেয়ের মত অার কোন মানুষ যাতে সীমান্তে হত্যা না হয় অামি সেই দাবী জানাই। অপরদিকে প্রশাসনের বাধার কারনে হানিফ বাংলাদেশী ফেলানীর বাড়ীতে না গিয়ে নাগেশ্বরী মুক্তমঞ্চে পথযাত্রা শেষ করেন।